পথশিশুর আর্তনাদ
- রুহুল আমীন দুর্জয় ০৬-০৫-২০২৪

বাবা মাকে হারিয়ে গন্তব্যহীন প্রান্তরে করছি বসবাস,
অবজ্ঞা-অবহেলা,নির্মম নিষ্ঠুরতা পাচ্ছি সারামাস।
একবেলাও পেঠে ভাত জুটে না ডাসবিনের নষ্ট কেক ছাড়া,
কষ্টের দীর্ঘশ্বাসে নিয়তির আকাশে দেয় নাকো নাড়া।
আমার চোখের জল গড়িয়ে পড়ে ছলছল দেখতে পায় নাকো কেহ,
অনাহারে-অযতনে,ধুলোমাখা আস্তিনে আমার কংকারসার দেহ।
আদরের সুরে বলে না তো কেউ"ওবাবা এদিকে আয়"
'এই কুত্তার বাচ্চা,ঠুকাই,চামচা'ডাকে সবে আমায়।
পুলের তল,ষ্টেশনের মল খোলা আসমানে আমার বাস,
আমার আর্তনাদ,দুঃখনিনাদ থামাতে পারে না
শোষকের উপহাস।
কতজন হয়েছে কবি আমার নামে লিখে কবিতা,
সুনাম কুড়িয়েছে কতজন গেয়ে আমার দুর্দশা।
জাহিল হয়েছে মন্ত্রী,এমপি হয়েছে রাজাকার,
আমার দোহাইয়ে কতজন হয়েছে খেয়াপার!
কিন্তু আজো পাইনি আমি 'মাথা উচানো'র অধিকার,
আজো পাইনি আমি 'মানুষশিশু হওয়া'র অধিকার।
কাকে শোনাবো আমার হৃদয়ের ব্যাকুলতা?
কে বুঝিবে আমার পোড়াকপালের আকুলতা?
কেউ কি আছে মুছিতে আমার অশ্রুধারা?
কেউ নেই,কেউ নেই,আমি যে স্বজন হারা।
আমি তো পথশিশু,পথেই শুরু,পথেই শেষ,
পথেই খুজি,পথেই হারাই,পথেই জীবন চলছে বেশ!!!!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

Roudro
২৫-০৮-২০১৫ ১৪:১৭ মিঃ

বেশ ভাল লেখনী।
দারুন হয়েছে কবিবন্ধু।

ruhulamin
২৪-০৮-২০১৫ ২২:৫১ মিঃ

Ah?